যে ‘ভয়ে’ বাংলাদেশে আসছে না পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১৬:০২ | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০১৭, ১৫:৪৮
ফাইল ছবি

‘পাকিস্তান বাংলাদেশের সাথে খেলতে ভয় পাচ্ছে। তারা ভাবছে যদি হেরে যাই। তবে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়তে হবে।’ আইসিসির বোর্ড সভা শেষে দেশে ফিরে এমন কথাই শোনালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আসলে কি তাই? বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র‌্যাঙ্কিংয়ের একটা হিসাব কষতে হবে পাকিস্তানকে। আইসিসির নিয়ম অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৭টি দল সরাসরি অংশ নেবে বিশ্বকাপে।

আর আয়োজক দেশ ইংল্যান্ড এমনিতেই অংশ নিতে পারবে। বাকি দুটি দলকে খেলতে হবে বাছাইপর্ব। বর্তমানে আটে পাকিস্তান। ফলে এ স্থানটা তাদের ধরে রাখতে হবে। না হয় সরাসরি বিশ্বকাপে যাওয়া হবে না তাদের।

তবে পাকিস্তান আসবে কি-না এনিয়ে এখন চিন্তা করছে না বিসিবি। পাকিস্তানের পরিবর্তে অন্য কোনো দলকে আনা হতে পারে বললেন নাজমুল হাসান। ‘পাকিস্তান না আসলে ওই সময়ে অন্য কোনো দলকে আনার কথা ভাবছি।’

জুলাইতে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান দল বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু শেষদিকে এসে সফর বাতিল করে পাক ক্রিকেট বোর্ড।

ছুতো হিসেবে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছিলেন, ‘টানা তৃতীয়বারের মতো বাংলাদেশে আসতে চাচ্ছি না। আমরা চেয়েছিলাম বাংলাদেশ পাকিস্তানে আসুক। কিন্তু সেটা হয়নি। এর আগে দুবার বাংলাদেশ সফর করেছে পাকিস্তান। তাই এবার আর যেতে চাই না।’

এদিকে পাকিস্তানের ‘না’ বলার পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ‘বুঝে আসছে না। কোনো তারা হঠাৎ সফর বাতিল করল।’

সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। এরপর দেশের মাটিতে ২০১১-১২ ও ২০১৫ সালে পাকিস্তান বাংলাদেশে আসে।

বাংলাদেশ ছাড়াও গেল দুই বছর শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড ক্রিকেট দল পাকিস্তান সফর করতে দ্বিমত পোষণ করে।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :