১৫ শতাংশ ভ্যাট কার্যকরে বাড়বে পণ্যের দাম: ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০১৭, ১৭:২৪

প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট কার্যকরের পরিবর্তে ৭ শতাংশ ভ্যাট আদায়ে আবারও সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি আবুল কাসেম খান। ১৫ শতাংশ ভ্যাট কার্যকর হলে দেশের বাজারে সবধরনের পণ্যের দাম বাড়বে বলে মনে করেন তিনি।

শনিবার মতিঝিলে ডিসিসিআই বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আবুল কাসেম খান।

সংগঠনটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে ডিসিসিআই সভাপতি বলেন, ‘আমাদের মোট দেশজ উৎপাদনে ৩০ শতাংশের বেশি অবদান রাখে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত। বেসরকারি খাতের ৭৫ শতাংশই এই খাতের অন্তর্ভুক্ত। ১৫ শতাংশ ভ্যাট কার্যকর হলে খুচরা পর্যায়ে সব পণ্যের দামই বেড়ে যাবে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হবেন।’

এসময় ব্যক্তিখাতে করমুক্ত আয়ের সীমা সাড়ে তিন লাখ টাকা করার প্রস্তাব করেন আবুল কাশেম খান।

কিছুদিন আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানিয়েছেন ১ জুলাই থেকে নতুন আইন কার্যকর হবে এবং ভ্যাটের হার ১৫ শতাংশই থাকবে। মন্ত্রীর এই ঘোষণা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে এই ভ্যাট কমানোর দাবি উঠেছে।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :