জামালপুরে ২৮ প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করবেন এলজিআরডি মন্ত্রী

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০১৭, ১৮:১৩

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন আগামীকাল রবিবার জামালপুর আসছেন। তিনি জামালপুরে সাড়ে তিনশ কোটি টাকা ব্যয়ে ২৮ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।

এ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। শহরের মুক্তমঞ্চে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

প্রতিমন্ত্রী বলেন, নগর স্থাপত্যের পুনঃসংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র, একটি নতুন পৌরসভা ও ডায়াবেটিক হাসপাতাল নির্মাণসহ ১৮ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১০ প্রকল্প উদ্বোধন করা হবে।

মির্জা আজম জানান, রবিবার আনুষ্ঠানিকভাবে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এলজিআরডি মন্ত্রী।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :