প্রবৃদ্ধি হয়েছে আ.লীগ নেতাদের, জনগণের নয়: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০১৭, ১৮:২০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধির নামে মিথ্যাচার করা হচ্ছে। প্রবৃদ্ধি বেড়েছে সত্য, তবে সেটা জনগণের নয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের।’

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান।

জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবুর সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আন্দোলন বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার আন্দোলন নয়। আমাদের আন্দোলন দেশের মানুষকে ভয়াবহ দানবের হাত থেকে রক্ষার আন্দোলন। যে দানব আমাদের বুকের ওপর চেপে বসেছে। এই জন্য আমরা একসাথে কাজ করে যাচ্ছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার সমস্ত সরকারি প্রতিষ্ঠানের ওপর হস্তক্ষেপ করছে। আজকে বাংলার মানুষের কথা বলার অধিকার নেই। জঙ্গির কথা বলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শিকার হতে হচ্ছে অনেকেই। তাই এই সরকারের পরিবর্তনের কোনো বিকল্প নেই। না হলে দেশের মানুষ তার কোনো অধিকার ফিরে পাবে না।’

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী শূন্যহাতে ভারত থেকে ফিরে এসেছেন। আজকে আমরা তিস্তার পানি পাই না। আমাদের হাওরে বন্যা হয়ে গেছে। উজান থেকে পানি এসে অনেক কৃষক অসহায় হয়ে গেছে। ভারতীয় বাঁধগুলো ছেড়ে দেয়ার কারণে এই সমস্যা হয়েছে।’

সেই জন্য সরকারকে বিদায় জানানোর জন্য এবং মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি। আর এই আন্দোলনের প্রধান শক্তি হিসেবে ছাত্রদলকে দেখছেন মির্জা ফখরুল।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :