আখাউড়ায় যুবকের লাশ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০১৭, ১৯:২৮
অ- অ+
ফাইল ছবি

বাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সুমন মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল পৌনে ৬টায় পৌরশহরের খরমপুর মাজার শরিফ এলাকার পশ্চিম দিকে ঢাকা-সিলেট রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুমন বিজয়নগর উপজেলার আদমপুর গ্রামের হারুন মিয়ার ছেলে।

জানা গেছে, নিহত সুমন মিয়া গত বৃহস্পতিবার খরমপুর কেল্লা শাহর মাজার জেয়ারতের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন তার খোঁজ করতে এসে শনিবার মাজারের পশ্চিম দিকে রেললাইনের পাশে লাশ দেখে পুলিশে খবর দেয়।

আখাউড়া সার্কেল এএসপি আব্দুল করিম জানান, নিহতের গলায় গামচা প্যাঁচানো এবং চোখ উডড়ে ফেলেছে খুনিরা। তাছাড়াও তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে- পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুড়িগ্রামে ঘন কুয়াশায় দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ
শ্রীলঙ্কাকে ৮ গোলে হারালো বাংলাদেশ
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল ও সম্পাদক রোমান 
সাংবাদিক লাঞ্ছিত করায় সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা