ঝড়ো হাওয়া, কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি বন্ধ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০১৭, ২০:৫২
ফাইল ছবি

হঠাৎ করে ঝড়ো হাওয়া বইতে শুরু করায় দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে দেশের অন্যতম নৌরুট মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের ফেরি চলাচল।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ করেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। এর কিছুক্ষণ পর বাতাস বাড়তে থাকলে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

ঘাটের একটি সূত্র জানায়, পদ্মায় চলাচলরত ফেরিগুলো ঝড়ো হাওয়ার মাঝে পদ্মার বিভিন্ন স্থানে নোঙর করে রাখে। ঝড়ো হাওয়া কালবৈশাখীতে রূপ নিতে পারে। এ আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

এদিকে সন্ধ্যা থেকে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকগুলো ফেরি চলাচলের অপেক্ষায় সড়কের দীর্ঘ লাইনে রয়েছে। এছাড়াও লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচলও বন্ধ রয়েছে।

রাত সোয়া আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ‘আবহাওয়া খারাপ হয়ে উঠায় ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে। তবে বাতাস কমে গেলে পুনরায় চলাচল শুরু করবে।’

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :