আবৃত্তিশিল্পী কাজী আরিফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ১১:১৭

আবৃত্তিশিল্পী ও মুক্তিযোদ্ধা কাজী আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি প্রখ্যাত এই শিল্পীর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দীর্ঘদিন থেকে অসুস্থ কাজী আরিফের হার্টের ভাল্ব অকেজো হলে তাকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মাউন্ট সিনাই সেন্ট লিউক্স হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার ভাল্ব পুনঃস্থাপন এবং আর্টারিতে বাইপাস সার্জারি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়।

গতকাল তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়েছিল। পরে বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে নয়টার দিকে কাজী আরিফের লাইফ সাপোর্ট খুলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজী আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আগামী মঙ্গলবার বরেণ্যে এই আবৃত্তিশিল্পীর মরদেহ দেশে আনা হবে।

ঢাকাটাইমস/৩০এপ্রিল/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :