প্রমাণের আগে কেউ ‘রাজাকার’ নয়: ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ১২:৩৬

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ প্রমাণের আগে কারো বিরুদ্ধে ‘রাজাকার’ শব্দ ব্যবহার করা যাবে না বলে মত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই মত দেন। নওগাঁর তিন আসামিকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত সংস্থার করার আবেদনে ‘রাজাকার’ শব্দ থাকায় ট্রাইব্যুনাল এই মন্তব্য করেন।

নওগাঁর এই তিন আসামি হলেন- রেজাউল করিম মন্টু, ইসহাক আলী ও শহীদ মন্ডল। তাদেরকে ৮ ও ৯ মে ধানমন্ডির সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ১২ জুলাই মামলাটির পরবর্তী তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে আদেশ দেন আদালত।

শুনানির সময় ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর তাপস কান্তি বল ও প্রসিকিউটর আবুল কালাম। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

প্রসিকিউটর তাপস কান্তি বল সাংবাদিকদের জানান, নওগাঁ থেকে গ্রেপ্তার এই তিনজনকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেছিল তদন্ত সংস্থা। তদন্ত সংস্থার ওই আবেদনে ‘রাজাকার’ শব্দ লেখা থাকায় ট্রাইব্যুনাল বলেছেন, দোষী সাব্যস্ত হওয়ার আগে কোনো ব্যক্তিতে ‘রাজাকার’ বলা সমীচীন হবে না।

মুক্তিযুদ্ধের সময় নওগাঁর বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি একজন এখনো পলাতক আছেন।

ঢাকাটাইমস/৩০এপ্রিল/এমএবি/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :