ভ্যাট নিয়ে অর্থমন্ত্রীর অনুষ্ঠানে হট্টগোল!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৫:১৮ | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ১৩:৪৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরামর্শক সভায় ভ্যাট নিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আবু মোতালেব বলেন, ‘ভ্যাট নিয়ে এনবিআর ও এফবিসিসিআই কাজ করলেও ফলাফল শূন্য। ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করা হয়নি। শুধু লোক দেখানো প্রশিক্ষণ হয়েছে। প্রশিক্ষণ না দিলে চকবাজারের ব্যবসায়ী কীভাবে জানবে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার কী?।

তিনি বলেন, ‘ভ্যাট নিয়ে এফবিসিসিআই যে প্রস্তাব দিয়েছে, আশা করি তা মেনে নেবেন। না মানলে আমরা আন্দোলন করব। তার এমন বক্তব্যের সময় রেগে যান অর্থমন্ত্রী। এক পর্যায়ে মোতালেবের বক্তব্য থামিয়ে দিয়ে বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী। বলেন, ‘আপনারা খামাখা আন্দোলন করছেন। আপনারা যদি আন্দোলন করেন, তবে আমরা তা দমন করব।

মুহিত বলেন, ‘আট লাখ নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩২ হাজার ভ্যাট দেয়।

মোতালেবের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কতজন ভ্যাট দেন?

এ সময় অন্য ব্যবসায়ীরা অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করে হইচই শুরু করেন। অনেকে আন্দোলন দমনের হুমকি না দিতে অর্থমন্ত্রীর উদ্দেশে উচ্চস্বরে কথা বলেন।

পরিস্থিতি জটিল হয়ে গেলে ব্যবসায়ীদের শান্ত করতে হস্তক্ষেপ করেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আশা করি ব্যবসায়ীদের ন্যায্য দাবি মেনে নেবেন। আপনারা ধৈর্য ধরেন। এখনো আমরা বাজেট দেখিনি। জানি না বাজেটে কী আছে।

এরপর এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘এই ধরনের পরামর্শক সভায় আন্দোলনের হুমকি দেবেন না। এ ধরনের ফোরামের একটি আলাদা ভাষা আছে।এরপর পরিস্থিতি শান্ত হলে সভার অন্যান্য কার্যক্রম শুরু হয়।

এফবিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, বাজেট প্রণয়ন এবং তা বাস্তবায়নে অতিমাত্রায় রাজস্ব নির্ধারণ করা হলে অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বাজেটের আকার সকলের সাথে আলোচনাপূর্বক গুণগতমান ও বাস্তবায়ন সক্ষমতার উপর ভিত্তি করে নির্ধারণ করা প্রয়োজন বলে আমরা মনে করি। জনগণ যাতে বৃহৎ বাজেটের ভার সহ্য করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সভায় অর্থমন্ত্রী ছাড়াও অর্থ প্রতিমন্ত্রী এম. এ মান্নান,এনবিআর চেয়ারম্যান মো:নজিবুর রহমান।

ঢাকাটাইমস/৩০এপ্রিল/জেআর/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বয়কটের ডাকে অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতা নেই

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :