ভাই সুস্থ আছেন, বললেন ছোটা শাকিল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ১৪:২৭

গত দুই দিন ধরে ভারতীয় গণমাধ্যমগুলোতে মুম্বাই বিস্ফোরণে অভিযুক্ত দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর শোনা যাচ্ছিল। অবশেষে দাউদের ঘনিষ্ঠ সূত্র ছোটা শাকিল জানিয়েছেন, দাউদ ভালো এবং সুস্থ আছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যমের একাংশের দাবি, ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের মূলহোতা দাউদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে করাচির আগা খান হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও দাউদের ডান হাত খ্যাত ছোটা শকিল করাচি থেকে দাবি করেন, ‘ভাই সুস্থ। বহাল তবিয়তেই আছেন।’

ভারতের গোয়েন্দারাও বলেন, দাউদ গুরুতর অসুস্থ, এমন খবর তাদের কাছে নেই। তবে অতীতে হওয়া স্ট্রোক ও গ্যাংগ্রিনজনিত অসুস্থতার জন্য মাঝে মাঝেই হাসপাতালে যেতে হয়।

ভারতীয় গোয়েন্দাদের দাবি, দশ দিন আগেই করাচিতে বেয়াই জাভেদ মিঁয়াদাদের দেওয়া পার্টিতে ছিলেন দাউদ।

ভারত-পাকিস্তান দুই দেশের গোয়েন্দা সংস্থাই নিজেদের স্বার্থ চরিতার্থ করতে মাঝেমধ্যে দাউদ সংক্রান্ত খবর ছড়ায়। ভারত দীর্ঘদিন ধরেই দাউদকে পাকিস্তানের কাছ থেকে ফেরত চাইছে। যদিও শুরু থেকেই ইসলামাবাদের দাবি, দাউদ সে দেশে নেই।

১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের মূলহোতা ছিলেন দাউদ ইব্রাহিম, টাইগার মেমন ও ইয়াকুব মেমন। এর মধ্যে ইয়াকুব মেমনকে গতবছরে ফাঁসি দিয়েছে আদালত। তবে দাউদ ও টাইগার এখনও ভারতের ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :