‘বিজেপির নারী সাংসদ দেহব্যবসা চালান’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৬:৪৮ | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ১৬:৩৬

ভারতে ক্ষমতাসীন বিজেপির এক নারী সাংসদ ‘দেহব্যবসা’ চালাচ্ছেন এমন মন্তব্য করে ফেসবুক পোস্ট দিয়েছিলেন আসাম পুলিশের রিজার্ভ ব্যাটালিয়নের ডেপুটি সুপার (ডিএসপি) অঞ্জন বরা।

নারী সাংসদকে এমন আপত্তিকর অভিযোগ করায় শনিবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে ঐ দিন সন্ধ্যায় তিনি জামিনে মুক্তি পান।

২৫ এপ্রিল অঞ্জন ফেসবুকে লেখেন, ‘আসাম রাজ্যের সচিবালয় জনতা ভবনে নিজের কক্ষে দেহব্যবসা চালাচ্ছেন বিজেপির এক নারী সাংসদ। প্রতি তিনঘণ্টার জন্য নিচ্ছেন এক লাখ রুপি। রমরমা চলছে তার ব্যবসা। ওই সাংসদের পদবী কিন্তু চক্রবর্তী নয়।’

আসামে ১২৬ জন বিধায়কদের মধ্যে আটজন নারী। তাদের মধ্যে দুজন বিজেপির নারী সাংসদ। তাদের একজন সাংসদ বিজয়া চক্রবর্তীর মেয়ে সুমন হরিপ্রিয়া, অন্য জন অভিনেত্রী আঙুরলতা।

অঞ্জনের ফেসবুক পোস্টের পর রাজ্যজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এই পর্যায়ে তিনি তার মন্তব্যের পক্ষে ফের ফেসবুকে পোস্ট দেন। দাবি করেন, সব জেনেশুনেই ওই মন্তব্য করেছেন তিনি।

অঞ্জন বরার এই পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর বিজিপে তার বিরুদ্ধে মামলা করে। বিতর্কিত মন্তব্যের জেরে তার বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেয়া হয়। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাকে গ্রেপ্তার করে সিআইডি।

রাজ্য পুলিশের প্রধান ডিজিপি মুকেশ সহায় বলেছেন, অঞ্জনের ব্যাপারে আইন নিজস্ব গতিতে চলবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

বিতর্কিত মন্তব্য করে আগেও সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন অঞ্জন। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে তিনি ইসলাম ধর্মাবলম্বীদের নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সাময়িক বহিষ্কার হয়েছিলেন।

দেহব্যবসার মন্তব্যের আগের দিনেও অঞ্জন বরা লিখেছিলেন, সংবিধান সংশোধন করে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা দরকার। তার সব মন্তব্যের শেষেই হিন্দুত্বের স্লোগান থাকে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্থান টাইমস

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

বিমান হামলায় হামাসের ২ সামরিক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :