ইসরায়েলকে নির্দয় শাস্তির মুখে পড়তে হবে: উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৭:৩৯ | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ১৭:১২

মানবতার শত্রু ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে নির্দয় শাস্তির মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এভিগদোর লিবারম্যান উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে অপমানসূচক বক্তব্য দেয়ার পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এ কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।

লিবারম্যান গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে 'পাগল' বলে অভিহিত করেছিলেন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে গতকাল শনিবার এ বিবৃতি প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ।

আনুষ্ঠানিক এই বিবৃতিতে বলা হয়, লিবারম্যান উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘হঠকারী এবং বিদ্বেষপরায়ণ’ মন্তব্য করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

‘যারা আমাদের নেতাকে(কিম জং-উন) নিয়ে অপমানজনক মন্তব্য করবে তাদের নির্দয় শাস্তি ভোগ করতে হবে। আমরা ইসরায়েলকে সতর্ক করে বলছি, আমাদের সম্পর্কে মানহানিকর বক্তব্য দেয়ার আগে দ্বিতীয় বার যেন চিন্তা-ভাবনা করা হয়।’

বিবৃতিতে বলা হয়, এ ধরনের মন্তব্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি বিনষ্টকারী, আরবভূমি দখলকারী এবং মানবতার বিরুদ্ধে অপরাধী ইসরায়েল বিশ্বের নিন্দা এড়ানোর ঘৃণ্য ষড়যন্ত্র করছে।

‘মধ্যপ্রাচ্যে ইসরায়েল একমাত্র দেশ যারা যুক্তরাষ্ট্রের সমর্থনে অবৈধ পরমাণু অস্ত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অথচ উত্তর কোরিয়াকে ইসরায়েল আক্রমণ করছে পরমাণু কার্যক্রম বিস্তৃত করার জন্য।’

লিবারম্যানের বক্তব্যের মাধ্যমে উত্তর কোরিয়ার নেতাকে অপমান করা হয়েছে- এ কথা উল্লেখ করে এতে আরো বলা হয়, ক্ষমাহীন সহস্রগুণ শাস্তির মুখে পড়বে তেল আবিব। উত্তর কোরিয়ার ভাবমর্যাদা বিনষ্ট করার আগে ইসরায়েলকে দ্বিতীয়বার ভাবনা-চিন্তা করতেও বলা হয়েছে ওই বিবৃতিতে।

সূত্র: পার্স টুডে ও দ্য টাইমস অব ইসরায়েল

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :