দশ উইকেটে জয় পেল পাঞ্জাব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ১৯:০০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)আজ দিনের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে দশ উইকেটের জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এদিন দিল্লির দেয়া ৬৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৭.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয় তুলে নেয় পাঞ্জাব। দলের পক্ষে মার্টিন গাপটিল ৫০ ও হাশিম আমলা ১৬ রান করে অপরাজিত থাকেন।

নয় ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে এখন পঞ্চম অবস্থানে আছে কিংস ইলেভেন পাঞ্জাব। আর আট ম্যাচ খেলে দুইটিতে জিতে পয়েন্ট টেবিলে সবার নিচে আছে দিল্লি ডেয়ারডেভিলস।

মোহালিতে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ৬৭ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় দিল্লি ডেয়ারডেভিলস। আইপিএলের ইতিহাসে এটি দলীয় তৃতীয় সর্বনিম্ন স্কোর।

এবারের আসরেই আইপিএলে দলীয় সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ৪৯ রানে অলআউট হয়ে যায় তারা। তারপরই আছে রাজস্থান রয়্যালস। ২০০৯ সালে ব্যাঙ্গালোরের বিপক্ষে তারা মাত্র ৫৮ রানে অলআউট হয়ে গিয়েছিল।

রবিবার দিল্লির পক্ষে সর্বোচ্চ ১৮ রান সংগ্রহ করেন কোরি অ্যান্ডারসন। এছাড়ার করুন নায়ার ১১ ও কাগিসো রাবাদা ১১ রান করেন। কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে সন্দ্বীপ শর্মা ৪টি, মোহিত শর্মা ১টি, আক্সার প্যাটেল ২টি, গ্লেন ম্যাক্সওয়েল ১টি ও বরুণ অ্যারোন ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: দশ উইকেটে জয়ী কিংস ইলেভেন পাঞ্জাব

দিল্লি ডেয়ারডেভিলস ইনিংস: ৬৭ (১৭.১ ওভার)

(সঞ্জ স্যামসন ৫, স্যাম বিলিংস ০, করুন নায়ার ১১, শ্রেয়াস আয়ার ৬, রিশাব পান্ত ৩, কোরি অ্যান্ডারসন ১৮, ক্রিস মরিস ২, কাগিসো রাবাদা ১১, অমিত মিশ্র ৪*, মোহাম্মদ শামি ২, শাহবাজ নাদিম ০; সন্দ্বীপ শর্মা ৪/২০, টি নাতারাজান ০/৭, মোহিত শর্মা ১/৩, আক্সার প্যাটেল ২/২২, গ্লেন ম্যাক্সওয়েল ১/১২, বরুণ অ্যারোন ২/৩)।

কিংস ইলেভেন পাঞ্জাব ইনিংস: ৬৮/০ (৭.৫ ওভার)

(মার্টিন গাপটিল ৫০*, হাশিম আমলা ১৬*; মোহাম্মদ শামি ০/১৯, কাগিসো রাবাদা ০/১৮, ক্রিস মরিস ০/১৩, অমিত মিশ্র ০/৯, শাহবাজ নাদিম ০/৯)

(ঢাকাটাইমস/৩০ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

মুখোমুখি হচ্ছে কেকেআর ও আরসিবি, আলোচনায় কোহলি-গম্ভীর দ্বৈরথ

সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান: নিক পোথাস

যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হচ্ছে ৩৬ বলে সেঞ্চুরি করা কোরি অ্যান্ডারসনের

লিটনের রানে ফেরা নিয়ে যা বললেন টাইগার কোচ নিক পোথাস

মেসির খেলার খবর শুনেই শেষ ম্যাচের টিকিট

এবার জিম্বাবুয়ে সিরিজেও সৌম্যকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

এই বিভাগের সব খবর

শিরোনাম :