রাজ্জাকের ঘূর্ণি জাদুতে শেখ জামালের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ১৯:২৭

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলতি আসরের পঞ্চম রাউন্ডের ম্যাচে রবিবার পারটেক্স স্পোর্টিং ক্লাবকে তিন উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছেন শেখ জামালের অধিনায়ক আব্দুর রাজ্জাক।

পঞ্চম রাউন্ড শেষে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে এখন তৃতীয় অবস্থানে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর পাঁচটিতেই হেরে পয়েন্ট টেবিলে সবার নিচে আছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।

এদিন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবের দেয়া ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন মাহবুবুল করিম। পারটেক্সের পক্ষে মামুন হোসেন ৩টি, নুরুজ্জামান মাসুম ২টি ও রাজিবুল ইসলাম ১টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে ২০১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন জনি তালুকদার। শেখ জামালের পক্ষে আব্দুর রাজ্জাক ৮.৩ ওভার বল করে ২২ রান দিয়ে পাঁচটি উইকেট লাভ করেন। এছাড়া তানভীর হায়দার ২টি, সোহাগ গাজী ১টি ও শাহাদাৎ হোসেন ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: তিন উইকেটে জয়ী শেখ জামাল ধানমন্ডি ক্লাব

পারটেক্স স্পোর্টিং ক্লাব ইনিংস: ২০১ (৪৬.৩ ওভার)

(জনি তালুকদার ৬৫, সাজ্জাদ হোসেন ২৬, ইরফান শুক্কুর ১৯, পারাস ডগরা ৩০, জুবায়ের আহমেদ ১৩, সাজ্জাদুল হক ৫, জাকারিয়া মাসুদ ০, রাজিবুল ইসলাম ১৫, নুরুজ্জামান মাসুম ৬, মামুন হোসেন ৫*, ইমরান আলী ৫; শাহাদাৎ হোসেন ১/২৪, নাজমুল হোসেন ০/২৫, সোহাগ গাজী ১/৪১, জিয়াউর রহমান ০/১৫, আব্দুর রাজ্জাক ৫/২২, তানভীর হায়দার ২/৪৭, ইলিয়াস সানি ০/২২)

শেখ জামাল ধানমন্ডি ক্লাব ইনিংস: ২০২/৭ (৪৫.২ ওভার)

(ফজলে মাহমুদ ২৬, মাহবুবুল করিম ৪২, প্রশান্ত চোপড়া ১৬, রাজিন সালেহ ১১, সোহাগ গাজী ৩১, তানভীর হায়দার ৩৪*, জিয়াউর রহমান ১, ইলিয়াস সানি ২৩, আব্দুর রাজ্জাক ৪*; মামুন হোসেন ৩/৩৭, নুরুজ্জামান মাসুম ২/৪৩, ইমরান আলী ০/৪৫, রাজিবুল ইসলাম ১/৩৪, জাকারিয়া মাসুদ ০/২৬, পারাস ডগরা ০/৯, জুবায়ের আহমেদ ০/৪)

(ঢাকাটাইমস/৩০ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :