‘পেশার প্রতি সাংবাদিককে অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে’

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ১৯:৫৬

‘একজন সাংবাদিককে তার পেশার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। অসত্য, নেতিবাচক সংবাদে সতর্ক থাকতে হবে। কারণ এটি একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে রবিবার বেলা ১১টায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এসব কথা বলেন। ‘বিদায়, অভিষেক ও বর্ষসেরা সাংবাদিকতার পুরস্কার- ২০১৭’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি এবারের বর্ষসেরা সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- আলোকিত বাংলাদেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বেলাল হোসাইন রাহাত। বর্ণিক বার্তার দিদারুল হক এবং বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের নূর আলম হিমেল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ ও সাংবাদিক সমিতির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শহিদুল হক মঞ্জু, সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. শাহেদুর রশিদ।

অনুষ্ঠানে সাংবাদিক সমিতির বিগত সময়ের কার্যনির্বাহী পরিষদ নবনির্বাচিত কার্যনিবাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কার্যনির্বাহী পরিষদের সভাপতি বেলাল হোসাইন রাহাত।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :