বড় জয় পেল কাপালির ব্রাদার্স ইউনিয়ন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ২০:০২

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চলতি আসরের পঞ্চম রাউন্ডের ম্যাচ রবিবার খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ৭১ রানের জয় পেয়েছে অলক কাপালির দল ব্রাদার্স ইউনিয়ন। পঞ্চম রাউন্ড শেষে দুইটি জয় নিয়ে পয়েন্ট টেবিলে এখন অষ্টম অবস্থানে আছে ব্রাদার্স। আর একটি জয় নিয়ে দশম অবস্থানে আছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে ব্রাদার্স ইউনিয়ন। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করে অপরাজিত থাকেস মাইশুকুর রহমান। ফরহাদ হোসেন করেন ৬৭ রান। খেলাঘরের পক্ষে তানভীর ইসলাম ৩টি, নাজমুস সাদাত ১টি, রেজাউল করিম ১টি ও মাসুম খান ১টি করে উইকেট নেন।

এরপর খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে। দলীয় ১০৫ রানে দলটির অষ্টম উইকেটের পতন হয়। এরপর নবম উইকেট জুটিতে নাজিমউদ্দিন ও ডলার মাহমুদ ৭৭ রানের পার্টনারশীপ গড়েন। নাজিম উদ্দিন ৬৮ রান করে আউট হয়ে যান। আর ডলার মাহমুদ ৫৩ রান করে অপরাজিত থাকেন। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে মোহাম্মদ সাদ্দাম ১টি, নিহাদুজ্জামান ৩টি, কাজী কামরুল ইসলাম ১টি, অলক কাপালি ২টি ও মনভিন্দের বিসলা ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৭১ রানে জয়ী ব্রাদার্স ইউনিয়ন

ব্রাদার্স ইউনিয়ন ইনিংস: ২৬৭/৬ (৫০ ওভার)

(মিজানুর রহমান ৪৮, জুনায়েদ সিদ্দিক ৪, ফরহাদ হোসেন ৬৭, মাইশুকুর রহমান ৮৪*, মনভিন্দের বিসলা ১৫, অলক কাপালি ২, মোহাম্মদ সাদ্দাম ০, ধীমান ঘোষ ৪২*; ডলার মাহমুদ ০/৩৫, সুরজ রনদীভ ০/৪৮, মাসুম খান ১/২৯, রেজাউল করিম ১/৪৬, তানভীর ইসলাম ৩/৪৯, নাজমুস সাদাত ১/৪২, রবিউল ইসলাম রবি ০/১৬)

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ইনিংস: ১৯৬/৯ (৫০ ওভার)

(রবিউল ইসলাম রবি ১৪, নাফিস ইকবাল ২২, নাজিমউদ্দিন ৬৮, অমিত মজুমদার ১, নাজমুস সাদাত ৪, রেজাউল করিম ৪, সুরজ রনদীভ ৪, মাসুম খান ৫, মিলন কুমার ২, ডলার মাহমুদ ৫৩*, তানভীর ইসলাম ৫*; মোহাম্মদ সাদ্দাম ১/২৩, নিজাদুজ্জামান ৩/৩৭, কাজী কামরুল ইসলাম ১/৩৯, অলক কাপালি ২/২৪, নাইম হাসান ০/৪০, মনভিন্দের বিসলা ২/২৪)

প্লেয়ার অব দ্য ম্যাচ: মাইশুকুর রহমান (ব্রাদার্স ইউনিয়ন)

(ঢাকাটাইমস/৩০ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর আজম

আগামী ২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

এই বিভাগের সব খবর

শিরোনাম :