আখাউড়ায় পুলিশ সদস্য প্রত্যাহার
আখাউড়া (ব্রাহ্ম¥ণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ২১:৩৬
দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও মাদক চোরাকারীদের সাথে সখ্যতা থাকার অভিযোগ আখাউড়ায় এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তার নাম সুহেল রানা (কং-৩২৩)।
রবিবার বিকালে আখাউড়া থানা থেকে তাকে প্রত্যাহার করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন তরফদার এ তথ্য নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নিয়ে গেছেন। তার বিরুদ্ধে একটি বিষয়ে অভিযোগ উঠার পর এ ব্যবস্থা নেয়া হয়।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন