মির্জাপুরে দুই ইউপিতে উন্মুক্ত বাজেট সভা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ২১:৫৬

টাঙ্গাইলের মির্জাপুরে তৃণমূল মানুষের উপস্থিতিতে উপজেলার দুই ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি ছাড়াও সাধারণ মানুষ উপস্থিত থেকে বাজেটের ওপর তাদের মতামত তোলে ধরেন।

রবিবার সকালে উপলেজলার জামুর্কী ইউনিয়নে ও শনিবার সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ এই বাজেট ঘোষণা করেন।

রবিবার সকালে উপজেলার জামুর্কী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরীর সভাপতিত্বে বাজেট সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. শাহাদত হোসেন, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, ইউনিয়ন পরিষদের সচিব উত্তম পোদ্দার, ইউপি সদস্য খোরশেদ আলম, সাদেক হোসেন, আবু তাহের তালুকদার, নূরুল ইসলাম পিয়ারা প্রমুখ।

চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী ২০১৭-১৮ অর্থ বছরে ১ কোটি ১৭ লাখ ৩১ হাজার টাকা রাজস্ব আয় ১ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা ব্যয় দেখিয়ে বাজেট ঘোষণা করেন। অপরদিকে শনিবার উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান আলহাজ্ব মাহাবুব আলম মল্লিক এর সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া প্রমুখ।

২০১৭-১৮ অর্থ বছরে ৯৫ লাখ ৪৯ হাজার ৬শ ৫০ টাকার বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আলহাজ্ব মাহাবুব আলম মল্লিক। এরমধ্যে রাজস্ব আয় ২৫ লাখ ৪০ হাজার টাকা।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :