‘ব্যবসায়ীরা চাচ্ছেন মেঘ, অর্থমন্ত্রী বৃষ্টি দিতে প্রস্তুত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ২২:৪৬ | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ২২:৩৪

ব্যবসায়ীদের উদ্দেশে বাজেট সম্পর্কে জাতীয় রাজস্ব রোর্ডের (এনবিআর) চেয়ারম্যন নজিবুর রহমান বলেছেন, ‘আপনারা মেঘ চেয়েছিলেন। অর্থমন্ত্রী আমাকে বলেছেন আপনাদের জন্য বৃষ্টি দিয়ে দিতে। আপনারা চাচ্ছেন মেঘ, তিনি বৃষ্টি দেয়ার জন্য প্রস্তুত আছেন।’ তিনি বলেন, ‘বাজেট নিয়ে এর চেয়ে খোলামেলা আলোচনা করা যায় না। এতে রীতিনীতি নষ্ট হবে। অর্থমন্ত্রী সংসদে ঘোষণা করবেন। আপনাদের ধৈর্য ধরতে হবে।’

রবিবার জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৮তম সভায় নজিবুর রহমান এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এখানে সন্মানিত লোকজনকে নিয়ে আসবো তাদেরকে অসন্মান করার কোনো অধিকার আমাদের নেই। দয়া করে সুসম্পর্ক রেখে শিষ্টাচার আইন-কানুন, আদব-কায়দা মেনে আমাদের কথা বলা উচিত।’ তিনি বলেন, ‘গায়ের জোরে কাজ হয় না। আপনারা যুক্তি দেন আমরা আছি আপনাদের সঙ্গে। এখানে (ব্যবসায়ীরা) কে কী করেন তার নাড়িনক্ষত্র আমার হাতে আছে। আমি সব জেনে কথা বলি। যত বেশি তথ্য পাই তত বেশি স্থির থাকি। আমি তথ্যভাণ্ডার নিয়ে কাজ করি।’

চেয়ারম্যান বলেন, ‘ব্যবসায়ীরভ্যট আইন নিয়ে অনেক ভালো কাজ করছেন। আমি দেখেছি এফবিসিসিআই এ ব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের অভ্যন্তরে যারা বিভেদ সৃষ্টি করে দয়া করে তাদেরকে ওয়াজ নসিয়ত করেন (বোঝান)। না হলে বেশি রাগ হলে আমাদের কাছে পঠিয়ে দিন। আমার মেডিটেশনের স্কুল আছে। উত্তপ্ত লোহাকে শীতল করার প্রশিক্ষণ আমাদের আছে।’

নজিবুর রহমান বলেন, ‘ব্যবসাযীরা দেশের জন্য কাজ করছেন, আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই। তাদের (ব্যবসায়ীদের) সহযোগিতার হাত দেখলে আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমরা চাই কিভাবে জনবান্ধব, উন্নয়নমুখী, করদাতাবান্ধব বাজেট দেয়া যায়। প্রতি সপ্তাহে আপনাদের (ব্যবসায়ীদের) বিভিন্ন দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়। আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাপ্তাহিক মিটিংয়ে আপনাদের সব বক্তব্য তুলে ধরি। আপনাদের দাবি-দাওয়া, অভাব-অভিযোগ ও প্রস্তাব তুলে ধরা হয়। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের জন্য সে সুযোগ তৈরি করে দিয়েছেন, অতীতে কোনো প্রধানমন্ত্রী এরকম করেননি। প্রধানমন্ত্রী অত্যন্ত দায়িত্ব সচেতন।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এই ধরনের ফোরামে আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্মানের সঙ্গে কথা বলবো। রাজস্ব বোর্ডকে সেভাবেই প্রস্তুত করা হয়েছে। সহকর্মীরা ব্যবসায়ীদের সঙ্গে শৃঙ্খলা ও সন্মান দিয়ে কাজ করছেন। অন্যান্য বিভাগও একইভাবে কাজ করছে।’

প্রসঙ্গত, সভায় ‘ভ্যাট আইন’ নিয়ে ক্ষুদ্র মাঝারি শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতা আবদুল মুতালিব আন্দোলনের হুমকি দিয়ে বলেন, ‘ভ্যাট নিয়ে এফবিসিসিআই যে প্রস্তাব দিয়েছে, আশা করি তা মেনে নেবেন। না মানলে আমরা আন্দোলন করব।’ তার এমন বক্তব্যের সময় রেগে যান অর্থমন্ত্রী। এক পর্যায়ে মোতালেবের বক্তব্য থামিয়ে দিয়ে বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী। বলেন, ‘আপনারা খামাখা আন্দোলন করছেন। আপনারা যদি আন্দোলন করেন, তবে আমরা তা দমন করব।’

কিছুদিন আগে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন ১ জুলাই থেকে ‘নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২’ কার্যকর হবে।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

পাটজাত পণ্যের বৈশ্বিক বাজারকে কাজে লাগাতে হবে: পাটমন্ত্রী

অধ্যাপক খলীলী ব্যাংক এশিয়ার বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত

স্বর্ণের দাম কমল ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা

জনতা ব্যাংকের ম‌্যানেজার্স ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে স্থানান্তরিত হলো ন্যাশনাল ব্যাংক ডিজাস্টার রিকভারি সাইট

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

টেকসই প্রবৃদ্ধি অর্জন করছে ওয়ালটন, মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা

মিনিস্টারের শতকোটি টাকার ঈদ উপহার জিতে আনন্দিত ক্রেতারা 

সোশ্যাল ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :