‘বিজনেস কমিউনিটির কাজ আন্দোলন করা নয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ২২:৪৫

‘জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আমাদের মতের বিরোধ থাকতে পারে। কিন্তু আমার এক সঙ্গে কাজ করবো। বিজনেস কমিউনিটির কাজ কিন্তু আন্দোলন করা নয়। বিজনেস কমিউনিটির কাজ রাস্তায় গিয়ে মানববন্ধন করা নয়। বিজনেস কমিউনিটির কাজ হলো উৎপাদন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের সহায়তা করে দেশকে এগিয়ে নেয়া।’

রবিবার জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৮তম সভায় এ কথা বলেন ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানকে ‍উদ্দেশ্য করে সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আমাদের অবজারবেশনগুলো আপনি জানেন। আমরা দীর্ঘদিন বিভিন্ন আলোচনায় সেগুলো জানিয়েছি। আপনি সবসময় পার্টনারশিপের কথা বলেন। এটার দৃশ্যমান যদি হয় তখন মানুষের আস্থার জায়গাটাকে আরও সুদৃঢ় করে। এবং সেটাই আমরা চাই। একে অন্যর প্রতিপক্ষ ভাবলে কিন্তু আমরা এগুতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা মনে করবো আমাদের প্রস্তাব যেগুলো যোক্তিক সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসাকে ফ্যাসিলেটেইড করেন।’

সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘আপনারা যারা সরকারি কর্মকর্তা এবং যারা ব্যবসা করি আমরা এই দেশটাকে এগিয়ে নেয়ার জন্য কাজ করছি। আপনি এখানে এসেছেন ফর থ্রি ইয়ার্স টু ইয়ার্স ভেরি টেম্পরালি পাওয়ার। এখানে মাতলুব সাহেব (এফবিসিসিআইয়ের সভাপতি) যে দায়িত্ব নিয়েছেন ভলেন্টারি করছেন সেটাও কিন্তু টেম্পরালি উই আর টেম্পরালি। কিন্তু আমরা কি রেখে গেলাম আজকে এটা হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

এ সময় সফিউল ইসলাম মহিউদ্দিনকে থামিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এটা ক্ষমতা নয় এটা দায়িত্ব। দৃষ্টিভঙ্গি বদলান।’

জবাবে সফিউল ইসলাম বলেন, ‘ইতিপূর্বে আপনারা পরোক্ষভাবে হুমকি দিয়েছেন।

আপনারা মিষ্টির ভিডিও দেখিয়েছেন এখানে। টোটাল মিষ্টির দোকানদাররা কিন্তু ক্রিমিনাল নয় (মিষ্টির দোকানের ভ্যাট ফাঁকির চিত্র) এ ব্যাপারেও আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। দোকান সব মিষ্টি ব্যবসায়ী ক্রিমিনাল এটাও কিন্তু ঠিক না, এটাও কিন্তু উস্কানিমূলক। সন্মানিত চেয়ারম্যান এজেন্সিসগুলো আমাদের সকলের। আমরা যে দায়িত্বে থাকি সে দায়িত্বে থেকে কাজগুলো এগিয়ে নিতে চাই। এটাই আমাদের কমিটমেন্ট। আমাদের প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নেই। আমরা বলতে চাই এখানে একে অন্যেরকে উস্কানি বা দোষ না খুঁজে লেটমি ফাইন দ্যা শলিউশন আমরা এক সঙ্গে কাজ করতে চাই।’

কথার মাঝেই এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘আপনাকে ধন্যবাদ বক্তব্য দিতে বলেছি’। সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘এই ধৈর্যটা একটু রাখতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের এখানে কোনো রকম উত্তপ্ত বা উস্কানিমূলক কথা হোক এটা একেবারেই অনভিপ্রেত। এখানে কোনো ভুলত্রুটি থাকলে আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :