দলিতদের কুয়ায় কেরোসিন দিল উচ্চবর্ণের উগ্র হিন্দুরা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ২২:৫৬ | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ২২:৪৭

ভারতের মধ্যপ্রদেশে দলিত সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে ঢোল না বাজিয়ে ব্যান্ড বাজানোয় গ্রামবাসীর একমাত্র কুয়ায় কেরোসিন তেল ঢেলে দিয়েছে উচ্চবর্ণের উগ্র হিন্দুরা।

মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলার মানা নামে একটি ছোট্ট গ্রামের অন্তত ১০০ পরিবারকে খাবার পানি আনতে হচ্ছে চার কিলোমিটার দূরে গিয়ে কালিসিন্ধ নামে এক নদী থেকে।

উচ্চবর্ণের গ্রামপ্রধানরা বলেছিলেন, ব্যান্ড বাজানো চলবে না। বিয়েতে ঢোল বাজাতে হবে। তাতে কান না দিয়ে মেয়ের বিয়েতে ব্যান্ড পার্টি এনেছিলেন চন্দর মেঘওয়াল। তাই সারা বছর যে কুয়ার পানি খান গোটা গ্রামের মানুষ, সেই কুয়ায় কেরোসিন ঢেলে পানিটাকেই বিষাক্ত করে দেয়া হয়েছে।

গ্রামপ্রধানের কথা না শুনে যিনি তার মেয়ের বিয়েতে ঢোল না বাজিয়ে ব্যান্ড বাজিয়েছিলেন, সেই দলিত সম্প্রদায়ের মানুষ চন্দর মেঘাওয়াল সাংবাদিকদের বলেছেন, ‘ওরা আমাকে বলেছিল, তোমরা দলিত। মেয়ের বিয়ে দিচ্ছ, দাও। কিন্তু বিয়ের অনুষ্ঠানে ঢোল বাজাতে হবে। ব্যান্ড পার্টি আনা চলবে না। সুরেলা গান গাওয়া চলবে না। মেয়ের বিয়ের অনুষ্ঠান আনন্দময় করতে আমি ওদের কথা শুনিনি। কেনই বা শুনব? দলিত বলে কি আমাদের শখ-আহ্লাদ থাকতে পারে না? বিয়ের অনুষ্ঠান শেষ হতেই টের পাই, কেউ এসে আমাদের বড় কুয়ার মধ্যে কেরোসিন ঢালছে। ওই কুয়া থেকেই আমাদের মতো গ্রামের শ’খানেক পরিবার তাদের খাওয়ার পানি নেয় প্রতিদিন। খাবার পানির জন্য গ্রামে ওই কুয়াটাই ছিল আমাদের একমাত্র ভরসা।’

সেই কুয়ার পানির পুরোটাই বিষিয়ে গিয়েছে বলে এখন চার কিলোমিটার দূরে গিয়ে কালিসিন্ধ নদী থেকে খাওয়ার পানি নিয়ে আসতে হচ্ছে গ্রামের সবক’টি পরিবারকে। তা নিয়ে রীতিমতো উত্তেজনাও ছড়িয়েছে গোটা গ্রামে। যার পরিণতিতে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

জেলার কালেক্টর ডিভি সিং অবশ্য জানিয়েছেন, ওই কুয়ার বিষিয়ে যাওয়া পানির পুরোটাই পাম্প করে বের করে নেয়া হয়েছে। কুয়া পরিষ্কার করানো হয়েছে। এখন ওই কুয়ায় যে পানি রয়েছে, তা পানের অযোগ্য নয়।

সূত্র: আনন্দবাজার

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

খিলগাঁওয়ে পরিচ্ছন্নতা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

এই বিভাগের সব খবর

শিরোনাম :