নড়াইলে মহিলা জামায়াতের আমিরসহ ৩৭ নেতাকর্মী আটক

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ২৩:১৬

নড়াইল জেলা মহিলা জামায়াতের আমির হোসনে আরা বানুসহ ৩৭ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। এ সময় বিপুল সংখ্যক জিহাদি বইসহ সংগঠনের চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।

রবিবার রাত নয়টার দিকে নড়াইল পৌরসভার ভওয়াখালীর একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হোসনে আরা বানু জেলা জামায়াতের আমির আশেক এলাহীর স্ত্রী।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, নড়াইল পৌরসভার ভওয়াখালীর আশেক এলাহীর বাড়িতে জেলা মহিলা জামায়াতের গোপন বৈঠক চলছিল। এ খবর পেয়ে পুলিশ বাড়িটি প্রায় এক ঘণ্টা ঘেরাও করে রাখে। পরে ভেতরে তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদসহ ৩৭ নেতাকর্মীকে আটক করা হয়।

তবে, এ সময় জেলা জামায়াতের আমির আশেক এলাহীকে ওই বাড়িতে পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :