বরিশালে জঙ্গি আস্তানা সন্দেহে প্রবাসীর বাড়িতে অভিযান

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০১৭, ২৩:৫৫

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে এক প্রবাসীর পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযানে কিছু পাওয়া যায়নি।

রবিবার বিকেলে তিনটা থেকে চারটা ৪০ মিনিট পর্যন্ত ওই ওই বাড়িতে ‘অপারেশন লাস্ট এপ্রিল’ নামের এ অভিযান চলে।

সরিকল ইউনিয়নটি এক সময়ের সর্বহারা অধ্যুষিত ছিল বলে জানা গেছে।

সরিকল ইউনিয়নের চেয়ারম্যান ফারুক মোল্লা জানান, পূর্ব হোসনাবাদ গ্রামের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে আনিচ হাওলাদার দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন। তার স্ত্রী ফাতেমা বেগম তার দুই সন্তানকে নিয়ে পার্শ^বর্তী কুড়িরচর গ্রামের বাবাবা বাড়িতে বসবাস করে আসছেন। এ সুযোগে পরিত্যক্ত ওই বাড়িতে প্রায়ই রাতের আঁধারে অপরিচিত লোকজনের যাতায়াত ছিলো।

গৌরনদী মডেল থানার ওসি মো. ফিরাজ কবির জানান, গোপন ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত ওই ঘরে (বিল্ডিং) জঙ্গি থাকতে পারে সন্দেহে পুলিশ অভিযান চালায়।

ওসি আরও জানান, খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমের নেতৃত্বে ৮২ জন চৌকস সদস্য নিয়ে রবিবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত ‘অপারেশন লাস্ট এপ্রিল’ চালানো হয়। এসময় প্রবাসীর সন্দেহজনক বদ্ধ ঘরের তালা ভেঙে তল্লাশি চালানো হয়।

তবে এ অভিযানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বে থাকা বরিশাল গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :