ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট বেঁধেছে। এই যানজটে আটকা পড়ে হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সোমবার ভোর সাড়ে চারটার দিকে মির্জাপুর উপজেলার ধল্যা এলাকায় মহাসড়কে ঢাকাগামী একটি পিকআপ বিকল হলে এ যানজটের সূত্রপাত হয়।
পরে মির্জাপুরের হাইওয়ে পুলিশ এসে বিকল পিকআপটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়। কিন্তু চালক ও হেলপাররা গভীর রাতে ঘুমিয়ে পড়ায় যানজট দীর্ঘ হতে থাকে। এক পর্যায়ে উপজেলার পাকুল্যা থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত ৩০ কিলোমিটার ছড়িয়ে পড়ে।
সকাল সাতটার দিকে মির্জাপুর বাইপাস এলাকায় হাইওয়ে পুলিশকে মোটরসাইকেল নিয়ে অনেক চালক ও হেলপারকে জাগিয়ে তুলতে দেখা গেছে। পৌনে নয়টায় এ প্রতিবেদন পাঠানোর সময়ও মহাসড়কে যানজট ছিল।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া বলেন, মহাসড়ক সচল রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে। কিছু সময়ের মধ্যে যানজট কেটে যাবে।
(ঢাকাটাইমস/১মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন