গাজীপুরে বাসচাপায় গৃহবধূ নিহত
গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় বাসচাপায় নিলী আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত নিলী আক্তার ভোলার আব্দুর রশিদের স্ত্রী।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, সোমবার বেলা পৌণে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় সড়ক পার হচ্ছিলেন নিলী। এসময় গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
(ঢাকাটাইমস/১মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন