কালকিনিতে অস্ত্রসহ ডাকাত সরদার গ্রেপ্তার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মে ২০১৭, ১৫:৩৮| আপডেট : ০১ মে ২০১৭, ১৬:০৯
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে কয়েকটি মামলার আসামি মো. আবুল কাসেম তালুকদার-(৪৭) নামের এক ডাকাত সর্দারকে শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। রবিবার রাতে উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার সমিতিরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার ভোরে তাকে থানা পুলিশের কাছে সোপার্দ করে র‌্যাব। তিনি ওই এলাকার সোনাবালী তালুকদারের ছেলে।

মাদারীপুর ক্যাম্পের (র‌্যাব-৮) কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স বলেন, ডাকাত দলের সর্দার কাশেম তালুকদার ওই এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতিরহাট এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় স্থানীয়দের উপস্থিতিতে তার ঘরে তল্লাশি চালিয়ে একটি শুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেন র‌্যাব। তার বিরুদ্ধে কালকিনি থানায় বিভিন্ন সময়ে দায়ের করা বেশ কয়েকটি মামলার রয়েছে জানা যায়।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা বলেন, কাসেম তালুকদারকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০১মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৯ দিনে ভোমরা বন্দর দিয়ে এসেছে ৩৫ হাজার টন চাল 
জুট ব্যবসাকে কেন্দ্র করে ভালুকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
শেখ হাসিনা ভারতকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: জুয়েল
মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে আনসার-ভিডিপি: মহাপরিচালক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা