চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থায় আসছে আধুনিক প্রযুক্তি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ মে ২০১৭, ২০:১৪
অ- অ+

কম্পিউটার ডাটাবেজের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে চট্টগ্রাম ওয়াসা। এ পদ্ধতিতে পানি সরবরাহে সবরকমের বাঁধা-বিপত্তি সহজে চিহ্নিত ও সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

এমন কথাই জানালেন চট্টগ্রাম ওয়াসার ড্রেনেজ বিশেষজ্ঞ হুমায়ুন কবির। তিনি জানান, জাপানের ইউকোগাওয়া সলিউশন সার্ভিস করপোরেশনের সহায়তায় এ পদ্ধতি স্থাপন করা হচ্ছে চট্টগ্রাম ওয়াসায়। সোমবার সংস্থাটির সঙ্গে চট্টগ্রাম ওয়াসা এ সংক্রান্ত একটি চুক্তি করেছে।

হুমায়ুন কবির জানান, আজ সকালে চট্টগ্রামের একটি হোটেল চট্টগ্রাম ওয়াসার সঙ্গে জাপানের ইউকোগাওয়া সলিউশন সার্ভিস করপোরেশনের চুক্তি হয়েছে। প্রকল্পটির মেয়াদ ৪ বছর।

অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) রতন কুমার সরকার, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) গোলাম হোসাইন, প্রধান প্রকৌশলী জহুরুল হক, ইউকোগাওয়া সলিউশন সার্ভিস করপোরেশনের ম্যানেজার ইসা মরি, প্রকল্প পরিচালক ইয়াকুব সিরাজ-উদদৌল্লাহ, চট্টগ্রাম ওয়াসার বোর্ড মেম্বার তপন চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

হুমায়ুন কবির বলেন, ‘পানি সরবরাহ ব্যবস্থায় পাইপ লাইনের লিকেজ হচ্ছে অন্যতম একটি সমস্যা। যা কর্ণফুলী ওয়াটার সাপ্লাই সিস্টেম প্রজেক্টের (ফেস-২) অধীনে নতুন এই ব্যবস্থায় অফিসে বসেই যে কোনো জায়গার পাইপ লাইনের লিকেজ নির্ধারণ করা যাবে। ফলে দ্রুত লিকেজ চিহ্নিত করে অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে।’

এই ওয়াসা কর্মকর্তা বলেন, লিকেজ ছাড়াও পানি সরবরাহ ব্যবস্থায় যে কোন সমস্যা, বাঁধা-বিপত্তি কম্পিউটার ডাটা বেজের মাধ্যমে চিহ্নিত করা সম্ভব হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহরের পানি সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণের মাধ্যমে পানির অপচয় রোধ হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, নগরীর বাসিন্দাদের ২৪ ঘণ্টা পানি সরবরাহ নিশ্চিত করতে ৮৪ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ফেস-২) বাস্তবায়িত হচ্ছে।

ঢাকাটাইমস/০১মে/আইকে/ডব্লিউবি

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে: প্রধান উপদেষ্টা
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে নতুন নির্দেশনা
ভাসানী এক মহীরুহের অগ্নিক্ষরা সংগ্রামী জীবন: বাংলাদেশ ন্যাপ
বিজ্ঞাপন নির্মাতা তারেক মাহমুদ সুমনের নতুন সিএসআর ক্যাম্পেইন: ‘পাবলিকের টয়লেট হোক বন্ধ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা