চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাত-গাছচাপায় তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ মে ২০১৭, ০০:০৩ | প্রকাশিত : ০১ মে ২০১৭, ২২:৩৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময় জেলার গোমস্তাপুরে ঝড়ের তাণ্ডবে গাছ চাপা পড়ে এক পথচারীরর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টার মধ্যে এ ঘটনা ঘটে।

শুধু তাই নয়, ঝড়ে আমের পাশাপাশি পাকা বোরো ধান ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়ায় শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে ফসল।

স্থানীয়রা জানান, ঝড় শুরু হলে শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর গ্রামের রুপচান আলীর স্ত্রী ছবি বেগম ও বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের রশিদের স্ত্রী মাসুমা বেগম পাশের বাগানে আম কুড়াতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিুল ইসলাম হাবিব।

অপরদিকে, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন কামাল ঢাকাটাইমসকে জানান, সন্ধ্যায় ঝড় বৃষ্টির সময় রাস্তা পার হতে গিয়ে গাছ চাপায় আশরাফুল হক নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত আশরাফুল একই উপজেলার নিমতলা কাঠাল বাগান এলাকার মৃত্য মোজাফ্ফর আলীর ছেলে।

এদিকে কাল বৈশাখী ঝড়ে গাছপালা উপড়ে যাওয়ায় অনেক এলাকায় যান চলাচল ব্যহত হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কে ব্যাপক সংখ্যক গাছ পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া গোমস্তাপুরে রেল লাইনের উপর গাছ পড়ে যাওয়ায় ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।

ঝড়ের পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ রাস্তার গাছ সরানোর কাজ শুরু করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মঞ্জুরুল হুদা জানান, কাল বৈশাখী এই ঝড়ে পাকাধান, আমগাছ ও আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/০১মে/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :