কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও টাকা বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মে ২০১৭, ২২:৫৬| আপডেট : ০২ মে ২০১৭, ১৩:৩১
অ- অ+

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বৃষ্টি ও উজানের পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ বিতরণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

এসময় মধ্যে ১ হাজার ক্ষতিগ্রস্ত কৃষককের প্রত্যেকে বিনামূল্যে ১০ কেজি করে চাল ও ৪০ জনের প্রত্যেককে নগদ পাঁচ শত টাকা দেয়া হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক পিপি শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শরীফ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যডভোকেট মো.আতাউর রহমান, রশিদাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/০১সে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা