এখনও বেহাল দশায় বাসাইলের সেই ব্রিজটি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  প্রকাশিত : ০২ মে ২০১৭, ১২:২৬| আপডেট : ০২ মে ২০১৭, ১২:৪৩
অ- অ+

এখনও করুণ অবস্থায় পড়ে আছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের বাসাইল বাজারের সেই ব্রিজটি। পথচারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। গত বছরের ১১ নভেম্বর ‘সিরাজদিখানে পঙ্গু পাকা সেতুতে বাশের সাকো’ শিারোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও সেতুটি আজও পড়ে আছে সেই আগের ভাঙ্গা অবস্থায়ই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটি ভেঙে যাওয়ায় প্রায় ১০ গ্রামের মানুষ চলাচল করতে পারছে না। ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর সহযোগিতায় পাশ দিয়ে একটি বাঁশের সাঁকো তৈরি করলেও সেটিও এখন নড়বড়ে। প্রতিনিয়ত সেখানে ঘটছে দুর্ঘটনা। স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা ভয়ে চলাচল করতে পারে না। ব্রিজটি ভেঙ্গে পড়ে রয়েছে বহু দিন। ফলে ব্যবসায়ীরাও রয়েছেন বিপাকে। তারা ধান, গাছ, গরু, ছাগল, ফার্নিচার ইত্যাদি নিতে বা কেনাবেচা করতে পারছে না। শিক্ষকরা সময়মতো স্কুল-কলেজে যেতে পারছেন না। বর্ষাকালে চলাচল প্রায় বন্ধ হয়ে যায় বলে এলাকাবাসীরা জানায়।

বাসাইল ইউপি সদস্য আইয়ুব আলী খান জানান, ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে সাকো পার হওয়ার ভয়ে গ্রামের অনেক ছেলে-মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করেছে। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে তারা স্কুলে যেতে চায় না।

বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ জানান, কোনো মতে চলার জন্য বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।

(ঢাকাটাইমস/০২মে/প্রতিনিধি/এএইচ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা