পোল্ট্রি শিল্প রক্ষায় রাস্তায় চাঁদপুরের ব্যবসায়ীরা

প্রকাশ | ০২ মে ২০১৭, ১৫:১০

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

দেশের পোল্ট্রি শিল্পকে হ্যাচারি ও ফিড মিল মালিকদের জিম্মিদশা থেকে রক্ষা করতে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা পোল্ট্রি ফিড ব্যবসায়ী এসোসিয়েশন।  মানববন্ধনে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্বারকলিপিও প্রদান করা হয়।

মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের পাশে  মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় ‘বাচ্চা ও খাদ্যের দাম কমাতে হবে’, ‘হ্যাচারি সিন্ডিকেটের কালো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও’ সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন মানববন্ধনে অংশগ্রহণকারী  ব্যবসায়ী ও শ্রমিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পোল্ট্রি ফিড ব্যবসায়ী এসোসিয়েশনের আহ্বায়ক তৈয়ব তাহের সরকার (টিটু), যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, সদস্য সচিব নূরে আলম, কুমিল্লা এসোসিয়েশনের আহ্বায়ক খলিলুর রহমান, ফরিদগঞ্জের ফারুকুল ইসলাম ও হাজীগঞ্জের নাছির মজুমদার।

মানববন্ধনে জেলার প্রতিটি উপজেলার খামারি ও পোল্ট্রি ফিড ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে ব্যবসায়ী নেতারা জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের হাতে প্রধানমন্ত্রীর বরাবর লেখা স্বারকলিপিটি তুলে দেন।

(ঢাকাটাইমস/০২মে/প্রতিনিধি/এএইচ)