দৌলতদিয়ায় বাসচাপায় ভাই-বোনের মৃত্যু
রাজবাড়ীর দৌলতদিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।
মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাদের মৃত্যুর খবর গোয়ালন্দে পৌঁছার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকার কেকেএস অফিস থেকে আব্দুর রশিদ মোটরসাইকেলে তার খালাতো বোন শামছুন্নাহারকে নিয়ে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা এসপি গোল্ডেন পরিবহনের একটি বাস তাদেরকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আহলাদিপুর হাইওয়ে পুলিশ গোয়ালন্দ মোড় এলাকা থেকে চালকসহ আটক কর হয়েছে।
কেকেএস –এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার তার দুই কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করে চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
(ঢাকাটাইমস/০২মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন