চট্টগ্রাম বিভাগে ৫৫ জয়িতা নির্বাচিত
সমাজে অসামান্য অবদান রাখার জন্য পাঁচটি শাখায় চট্টগ্রাম বিভাগের ৫৫ জন তৃণমূল নারীকে ‘জয়িতা’ হিসেবে মনোনীত করা হয়েছে।
পাঁচটি ভিন্ন ভিন্ন বিষয়ে অসামান্য অর্জনের জন্য এদের মধ্যে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে পাঁচজনকে নির্বাচন করা হয়।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রুহুল আমিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
আগামীকাল বুধবার বেলা ১১টায় নগরীর এলজিইডি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রত্যেক জয়িতাকে একটি ক্রেস্ট এবং নগদ অর্থ দিয়ে সম্মাননা জানানো হবে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আখতার।
উল্লেখ্য, জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক উদ্যোগটি সরকারিভাবে ২০০৯ সালে শুরু হয়।
(ঢাকাটাইমস/০২মে/জেবি)
মন্তব্য করুন