উত্তরাঞ্চল জুড়ে বিদ্যুৎ বিপর্যয়

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০১৭, ২১:০৪
ফাইল ছবি

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বগুড়াসহ গোটা উত্তরাঞ্চলে দিনব্যাপী বিদ্যুৎ ছিলো না। ফলে সকাল থেকে বিকাল পর্যন্ত কল কারখানা, ব্যবসা প্রতিষ্ঠানসহ বন্ধ থাকে বিদ্যুৎ চালিত সব কিছু। অপর দিকে এ সময়টাতে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন।

মঙ্গলবার সকাল থেকেই এই অঞ্চল বিদ্যুৎ বিভ্রাটে পড়ে। বিদ্যুৎ না থাকায় আটকে যায় কারখানার কলের চাকা। বগুড়া শহর এবং উপজেলাগুলোতে কয়েক হাজার ছোট বড় মিল কারখানা, বেকারি রয়েছে। সকাল থেকে বিদ্যুৎ না থাকায় এসব কারখানার শ্রমিকরা অসল সময় কাটান। এতে মালিক পক্ষ আর্থিক ক্ষতির শিকার হন।

বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ বগুড়া-১ এর নির্বাহী প্রকৌশলী আবু হেনা ঢাকাটাইমসকে জানান, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে বিকেল পর্যন্ত এ সমস্যা ছিল। বিকাল চারটার পরে সমস্যার সমাধান হয়েছে।

(ঢাকাটাইমস/০২মে/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :