প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মে ২০১৭, ১২:৩৭

আগামী ৬ মে (শনিবার) কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার সফরকালে বহু প্রতীক্ষিত স্বপ্নের মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধনের পাশাপাশি শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। সরকারি সফরের সিডিউলের পাশাপাশি গত ২৭ এপ্রিল বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল আইল্যান্ড মহেশখালী উদ্বোধনকালে প্রধানমন্ত্রী নিজেই খুব শিগগির কক্সবাজার আসার ঘোষণা দিয়েছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চলছে পুরোদমে প্রস্তুতি। প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় চলছে বৈঠক। আর জনসভা সফল করতে আওয়ামী লীগের জেলা পর্যায় থেকে শুরু করে জেলার ৭১টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত চলছে ব্যাপক প্রস্তুতি। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে এখানকার আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে অন্যরকম এক উৎসবের আমেজ। জনসভাকে সফল করতে ইতোমধ্যে জেলা আওয়ামী লীগ প্রতিনিধি সভা শেষ করেছে। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। সর্বশেষ ২ মে প্রস্তুতি সভা করেছে জেলা ছাত্রলীগ। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। এছাড়াও প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে জেলার আওয়ামী লীগের দলীয় তিন সাংসদের নেতৃত্বে নিজ নিজ এলাকায় দিন-রাত চলছে প্রচার-প্রচারণা, সমাবেশ ও প্রস্তুতি সভা।

এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত জেলাবাসী। তাই পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ স্থানে চলছে রাস্তা সংস্কার ও সাজসজ্জার কাজ। আর জনসভা স্থল দফায় দফায় পরিদর্শন করে জনসভাকে সফল করার জন্য কাজ করে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কক্সবাজার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জল কর ঢাকাটাইমসকে জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাদের জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে জনসভায় অংশগ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি জনসভাকে সফল করতে মিছিল সহকারে সভাস্থলে অংশ গ্রহণের জন্য প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আহ্বায়ক-যুগ্ন আহ্বায়কদের বলা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান ঢাকাটাইমসকে বলেন, প্রধানমন্ত্রীকে বরণের জন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। প্রিয় নেত্রীকে ফুলেল অভিবাদন জানানো হবে।

মুজিবুর রহমান আরও বলেন, শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী নন, তিনি কোটি কোটি মানুষের নেত্রী, তিনি উন্নয়নের নেত্রী। কক্সবাজারের প্রতি বঙ্গবন্ধু কন্যা যেহেতু সবসময় বিশেষ সু-নজর রাখেন সেই সুবাদে আমরা সবসময় তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞ।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা জানিয়েছেন, দলীয় সভানেত্রীর কক্সবাজার আগমনের খবরে নেতাকর্মীরা এখন খুবই আনন্দিত এবং উজ্জীবিত। জননেত্রীকে চোখের এক পলক দেখতে জেলার ২৫ লাখ মানুষ অধিক আগ্রহ নিয়ে আছে।

জেলা প্রশাসক মো. আলী হোসেন ঢাকাটাইমসকে বলেন, এখনো পর্যন্ত সরকারি নির্দেশনা মতে আগামী ৬ মে শনিবার প্রধানমন্ত্রী কক্সবাজার সফর করবেন। সবকিছু ঠিকটাক থাকলে আমরা আশা করছি ৬ মে প্রধানমন্ত্রীকে পর্যটন শহর কক্সবাজারে পাবো।

উল্লেখ্য, সরকারের দুইবারের ক্ষমতায় কক্সবাজারে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঞ্চম সফর।

(ঢাকাটাইমস/০৩মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন

চার বিভাগে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগেই, ছুটি সরকারি ছুটির চেয়ে কম নয়

এই বিভাগের সব খবর

শিরোনাম :