মেয়ের খোঁজে ২৯ বছর ধরে বাড়িছাড়া মা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০১৭, ১৪:০৮
অ- অ+

একমাত্র মেয়ে হারিয়ে গেছে প্রায় ২৯ বছর আগে। সেই থেকে গর্ভধারিনী মা খোঁজে বেড়াচ্ছেন মেয়েকে। দেশের নানা প্রান্তে ছুটে গেছেন মেয়ের সন্ধানে। ৭০ বছরের বৃদ্ধা জমিরন বেগম এখনো মেয়েকে খুঁজে চলেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এভাবে খুঁজবেন প্রিয় সন্তানকে। একটিবারের জন্য মেয়ের প্রিয় মুখটি দেখা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।

জমিরন বেগম ১৯৮৮ সাল থেকে তার মেয়ের সন্ধানে নেমেছেন বলে জানা গেছে। তিনি নোয়াখালীর দেয়ালীয়া এলাকার ফেলু মন্ডলের স্ত্রী। তার পরিবারে আর কেউ নেই।

বুধবার সকালে জমিরন বেগম মাদারীপুরের কালকিনি উপজেলা বিভিন্ন স্থানে মেয়ে কোমেলার সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন। এক পর্যায়ে স্থানীয় সাংবাদিকদের কাছে এসে কান্নায় ভেঙে পড়েন।

এসময় তিনি সাংবাদিকদের আক্ষেপ করে বলেন, ‘মার মেয়ে ১৯৮৮ সালের বন্যার সময় নিখোঁজ হয়। আমার মেয়ের বয়স তখন ছিল আট বছর। এরপর তার আর কোনো খোঁজ পাইনি। তাই আমি সে সময় থেকেই তাকে খুঁজে বেড়াচ্ছি। আমি কি মৃত্যুর আগে আমার মেয়ে কোমেলার মুখখানা দেখে যেতে পারবো না।’

(ঢাকাটাইমস/০৩মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বেচ্ছায় সরে গেলে ক্ষমা পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা
বিজয় দিবসের রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ 
ঢাকা টু আখাউড়া লংমার্চ: ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ভারতের আধিপত্য প্রতিহতের ঘোষণা
ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধুত্বের আহ্বান, ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা