নারায়ণগঞ্জে ডাকাতের হামলায় নসিমন চালক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০১৭, ১৭:৩০
অ- অ+
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতদের হামলায় এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নসিমনে থাকা পাঁচ মাছ ব্যবসায়ী।

বুধবার ভোরে উপজেলার ঝাউগড়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, আড়াইহাজারের চৈতনকান্দা এলাকার পাঁচজন মাছ ব্যবসায়ী ভুলতা পাইকারি মাছবাজার থেকে নসিমনে করে ভুলতা যাচ্ছিল। ঝাউগড়া এলাকায় পৌঁছার পর ১০ থেকে ১২ জন ডাকাত নসিমনটির গতিরোধ করে। পরে নসিমনের চালক ও মাছ ব্যবসায়ীদের মারধর করে তাদের কাছে থাকা প্রায় ৭০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নসিমন চালক ডালিমের মৃত্যু হয়।

নিহত ডালিম চৈতনকান্দা গ্রামের সুন্দর আলীর ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, অভিযুক্ত ডাকাতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ঢাকাটাইমস/৩মে/প্রতিনিধি/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অভিষেকেই জাঙ্গুর সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ 
অবশেষে কিসি কার্টি-আমির জাঙ্গুর জুটি ভাঙলেন রিশাদ হোসেন
৩১ রানেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ভারতে আটক বাংলাদেশি জেলেদের শিগগিরই ফেরানো হবে: পররাষ্ট্র সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা