চাঁদপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জে সড়কে চলাচল ‘নিষিদ্ধ’ টাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রহিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ফরিদগঞ্জ-চান্দ্রা সড়কের বটতলী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বটতলী এলাকায় নিষিদ্ধ বালিবাহী ট্রাক্টরটি আনলোড করে ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুর রহিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু।
বিক্ষুব্ধ লোকজন ঘাতক ট্রাক্টরটিতে আগুন লাগিয়ে দেয় এবং দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
(ঢাকাটাইমস/০৩মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন