কুমিল্লায় সড়কে অজ্ঞাত কিশোরের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০১৭, ২২:১৫
অ- অ+

কুমিল্লার নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত (১২) কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ১২ টার দিকে ওই কিশোরের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রেখে পালিয়ে যায় এক সিএনজি চালক।

দায়িত্বরত উপ-সহকারী কমিনিটি অফিসার অরিফুর রহমান জানান, দুপুর ১২ টার দিকে শ্রীহাস্য গ্রামের তাজুল ইসলামের ছেলে সিএনজি চালক আবু বক্কর কিশোরটির লাশ নিয়ে হাসপাতালে ভর্তি করাতে এলে ডাক্তার পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

দায়িত্বরত ডাক্তার সিএনজি চালককে জিজ্ঞাসা করলে তিনি জানিয়েছেন, নাঙ্গলকোট স্ট্যাশন থেকে সিএনজি অটোরিকশাযোগে বটতলী যাওয়ার পথে কোদালীয়া নামক স্থানে ট্রাক্টরের ধাক্কায় এ কিশোর ঘটনাস্থলে মারা যায়।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ূব জানান, অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করা যাচ্ছে না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৩মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা