রবীন্দ্র পুরস্কার পেলেন হায়াৎ মামুদ ও মিতা হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ মে ২০১৭, ১৬:৫৩ | প্রকাশিত : ০৪ মে ২০১৭, ১৫:২৫

রবীন্দ্রসাহিত্যের গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক হায়াৎ মামুদ এবং রবীন্দ্রসংগীত চর্চার স্বীকৃতিস্বরূপ শিল্পী মিতা হককে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার ২০১৭ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানায়, রবীন্দ্রসাহিত্যের গবেষণার স্বীকৃতি স্বরূপ হায়াৎ মামুদকে রবীন্দ্র পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়া হলো। অন্যদিকে রবীন্দ্রসংগীত চর্চার জন্য শিল্পী মিতা হককে রবীন্দ্র পুরস্কার দেয়ার জন্য নির্বাচন করা হয়েছে।

এর আগে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার পেয়েছেন ১৩ জন। এরা হলেন-২০১০ সালে শিল্পী কলিম শরাফী এবং অধ্যাপক ড. সন্জীদা খাতুন। ২০১১ সালে আহমদ রফিক এবং শিল্পী অজিত রায়। ২০১২ পেয়েছেন তিনজন। এরা হলেন- অধ্যাপক আনিসুর রহমান, শিল্পী ফাহমিদা খাতুন এবং শিল্পী ইফফাত আরা দেওয়ান। ২০১৩ সালে পেয়েছেন অধ্যাপক ড. করুণাময় গোস্বামী এবং শিল্পী পাপিয়া সারোয়ার। মনজুরে মওলা এবং শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ২০১৪ রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। ২০১৫ সালে অধ্যাপক সনৎকুমার সাহা এবং সাদী মহম্মদ পুরস্কার পেয়েছেন।

সর্বশেষ গত বছর ২০১৬ সৈয়দ আকরম হোসেন এবং শিল্পী তপন মাহমুদ এই পুরস্কার পেয়েছেন।

(ঢাকাটাইমস/৪মে/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :