পুলিশের কাছ থেকে পালিয়েছে রিমান্ডের আসামি

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০১৭, ২১:২২
অ- অ+

নেত্রকোণায় কলমাকান্দা থানার চুরির মামলায় রিমান্ডের এক আসামি পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে পালানো এই আসামি হচ্ছেন- জেলার কলমাকান্দা উপজেলার নলচাপড়া গ্রামের সাইনুল।

চুরি মামলার আইনজীবী গাজিউর রহমান আদালত পুলিশের জিআরও রেজাউল ইসলামের বরাত দিয়ে বলেন, একই গ্রামের এক প্রাথমিক শিক্ষকের একটি ল্যাপটপ চুরির ঘটনায় সাইনুল ও তার দুই ভাই এবং বাবাকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা হয় কিছুদিন আগে। এই মামলায় সাইনুলকে গত ২ মে দুই দিনের পুলিশি হেফাজতে দেন নেত্রকোণা বিচারিক আদালত-৩ এর হাকিম আব্দুল্লাহ হাবিব। বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চাইলে হাকিম আবার দুই দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। পরে আদালত থেকে সাইনুলকে আদালত পুলিশের কার্ালয়ে নেয়া হয়।সেখান থেকে সাইনুল পালিয়ে গেছে বলে পুলিশ তাকে জানিয়েছে বলে আইনজীবী গাজিউর রহমান জানান।

আদালত পুলিশের জিআরও রেজাউল ইসলামের মুঠোফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদেবার্তা পাঠালেও সাড়া দেননি তিনি।

নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার খান মো. আবু নাসের আসামি পলায়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৪মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা