হাজীগঞ্জে পুকুরে ডুবে দুই শিুশুর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মে ২০১৭, ২৩:২৮

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করলে হাসপতাল ভাঙচুর করে উত্তেজিত লোকজন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর হাজী বাড়ির পুকুরে ডুবে মারা যায় ওই দুই শিশু।

মৃতদেহ উদ্ধার হওয়া দুই শিশু এনায়েতপুর হাজী বাড়ির কামাল হোসেনের ছেলে জিহাদ (৫) ও মোস্তফা কামালের ছেলে শাওন (৪)।

জানা যায়, উদ্ধার হওয়া দুই শিশুকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে স্বাস্থ্য কর্মকর্তা আলী নুর বশির আহম্মদ ও কর্তব্যরত চিকিৎসক সুলতানা রাজিয়া তাদের মৃত ঘোষণা করেন।

মৃত ঘোষণার পর পরই উৎসুক জনতা হাসপাতালে ভাঙচুর ও কর্তব্যরত চিকিৎসকদের লাঞ্ছিত করেন। স্বাস্থ্য কর্মকর্তা আলী নুর বশির আহম্মদ বলেন, ‘হাসপাতালে হামলাকারীরা একটি ইসিজি মেশিন নিয়ে গেছে। আর ভাঙচুরের ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে মামলা করা হয়েছে।’

তবে, মৃত জিহাদের বাবা কামাল হোসেন বলেন, ‘সকালে শাহরাস্তির বোস্তা গ্রামে দাওয়াত খেয়ে সবাই বাড়িতে আসি। দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে জিহাদ ও শাওন পুকুরের ঘাটলায় গিয়ে খেলার চলে পানিতে ডুবে মারা যায়।’

জানতে চাইলে তিনি বলেন, ‘হাসপাতাল ভাঙচুরের ঘটনায় আমাদের কেউ জড়িত ছিল না।’

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদুল ইসলাম বলেন, ‘হাসপাতাল ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে মজিবুর রহমান নামের একজনকে আটক করা হয়েছে।’

(ঢাকাটাইমস/০৪মে/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :