দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের উদ্যোগ রাঙামাটি জেলা প্রশাসনের

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মে ২০১৭, ১৫:২৭

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের দুর্গম এলাকার গ্রামগুলোতে খাদ্য সংকট দূর করতে দুর্গত এলাকায় জরুরিভিত্তিতে ২০ মেট্রিক টন চাউল এবং ১০ লাখ টাকা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মানজারুল মান্নান।

তিনি বলেন, সাজেকের ব্যাটলিং, শিয়ালদাই এবং নিউ লংকর, তুইছুই এগুলো দুর্গত এলাকায় হিসেবে চিহ্নিত করে বিতরণ করা হবে। এখানে ত্রাণ নিয়ে গেলে অন্য গ্রামের দুর্গতরাও সেখান থেকে ত্রাণ নিতে পারবে।

ডিসি বলেন, এলাকাগুলোতে ত্রাণবাহী যান যাওয়ার কোন ব্যবস্থা না থাকায় ত্রাণ বিতরণ বিলম্ব হচ্ছে। সেখানে হেলিকপ্টার ছাড়া ত্রাণ নেয়ার কোন ব্যবস্থা নেই। সব এলাকায় হেলিপ্যাডও নেই। এ কারণে দুর্গতের জন্য ত্রাণ নিতে অসুবিধা হচ্ছে। এগুলো বিতরণ করা গেলে সাজেকে খাদ্য সংকট দুর হবে।

খাদ্য সংকট দূর করতে দুর্গত এসব আড়াই হাজার পরিবারকে আগামী ৪ মাসের জন্য ভিজিএফ কার্ডের আওতায় আনার চেষ্টা চলছে বলেন ডিসি।

(ঢাকাটাইমস/৫মে/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :