গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মে ২০১৭, ১৮:৪৫ | প্রকাশিত : ০৬ মে ২০১৭, ১২:৩৭

দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ অপরাধ-বিষয়ক প্রতিবেদক সমীর কুমার দে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টায় রাজধানীর আগারগাঁও এলাকায় তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার।

দুর্ঘটনার পর সমীর কুমারকে আহত অবস্থায় ফেলে পালিয়ে যান প্রাইভেটকার চালক। পরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি তাকে উদ্ধার করে তাকে জাতীয় অর্থপেডিকস (পঙ্গু) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে কোন প্রাইভেটকার সমীরের মোটরসাইকেলকে আঘাত করেছিল সেটি শনাক্ত করতে পারেননি তিনি।

হাসপাতালের তৃতীয় তলায় ৬৫ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন সমীর কুমার দে। চিকিৎসক জানিয়েছেন, তার এক হাত ভেঙে গেছে।

সমীরের সহকর্মী জামিউল আহসান শিপু জানান, দুর্ঘটনায় সমীর কুমারের মুখ-হাত-পাসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও রক্তক্ষরণ হয়েছে। তবে দুর্ঘটনার ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেনি শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গনেস গোপাল বিশ্বাস।

রাজধানীর পান্থপথ এলাকায় বসুন্ধরা সিটির সামনে গত ৯ জানুয়ারি মধ্যরাতে প্রাইভেটকার চাপায় গুরুতর আহত হন দৈনিক প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলাম। সংকটাপন্ন জিয়াকে পরে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করাতে হয়েছে। দুর্ঘটনার আড়াই মাস পর গত ২৮ মার্চ জিয়া দেশে ফেরেন। তবে তিনি এখনও কাজে ফিরতে পারেননি।

এই ঘটনার জন্য অভিনেতা কল্যাণ কোরাইয়াকে দায়ী করা হচ্ছে। জিয়া ইসলাম আহত হওয়ার ঘটনায় মামলার পর এই অভিনেতাকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। পরে তিনি জামিন পান।

ঢাকাটাইমস/০৬মে/এএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

এই বিভাগের সব খবর

শিরোনাম :