পুলিশের লাঠিচার্জে বিএনপির সভা পণ্ড, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মে ২০১৭, ১৫:৫১

মাদারীপুর জেলা বিএনপির যৌথকর্মী সভা পুলিশ লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। এ সময় ২০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা, উপজেলা ও পৌরসভার বিএনপির সকল অঙ্গসংগঠন নিয়ে এক যৌথ কর্মীসভার আয়োজন করে জেলা বিএনপি। সেই অনুযায়ী গত মঙ্গলবার জেলা পুলিশের কাছে বিএনপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হলে তা প্রত্যাহার হয়।

সকালে কর্মীসভার জন্য দলীয় লোকজন চরমুগয়িরা এলাকায় একত্রে জড়ো হলে পুলিশ লাঠিচার্জ করে তা পণ্ড করে দেয়। এ সময় তাদের দলের ১০ কর্মী আহত হয়েছেন। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় ২০ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে এ লাঠিচার্জের ঘটনা পরিকল্পিত বলে ক্ষোভ জানিয়েছেন জেলা বিএনপির নেতারা।

অন্যদিকে কর্মীসভায় জনগণের ভোগান্তির কথা চিন্তা করে লাঠিচার্জ করা হয়েছে বলে পুলিশের পক্ষ জানানো হয়েছে।

বিএনপির কেন্দীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, সাবেক এমপি হেলেন জেরিন খানসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৬মে/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :