সিরাজগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মে ২০১৭, ১৬:৫৩

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় সিরাজগঞ্জে রক্তিম দাস জয় (১৭) নামে এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার দুপুরের দিকে পৌর এলাকার ধানবান্ধি মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত রক্তিম দাস জয় ওই মহল্লার প্রদীপ দাসের একমাত্র ছেলে।

স্থানীয় বাসিন্দা সাধন চন্দ্র দাস জানান, রক্তিম শহরের সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তার আশা ছিল জিপিএ-৫ পেয়ে পাস করবে। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে সে পায় জিপিএ-৪.৫০। আশানুরূপ ফলাফল অর্জন না করতে পারায় তার মাঝে হতাশার ছাপ ফুটে ওঠে। এ নিয়ে পরিবারের লোকজন তাকে আশ্বস্ত করলেও মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে।

এর এক পর্যায়ে শনিবার দুপুরের দিকে বাড়িতে লোকজন না থাকায় নিজ ঘরে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে রক্তিম। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৬মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :