ফরিদপুরে মুক্তিযোদ্ধা হায়দার আলীর মৃত্যুবার্ষিকী পালিত
ফরিদপুরে নানা আয়োজনে মুক্তিযোদ্ধা মোহাম্মাদ হায়দার আলীর অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে শহরের কমলাপুর মাটিয়া কবরস্থানে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা।
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর, মুক্তিযোদ্ধা সংসদের ফরিদপুর জেলা কমান্ডার মুহাম্মদ আবুল ফয়েজ শাহনেওয়াজ, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, শিক্ষাবিদ রমেন্দ্রনাথ কর্মকার, সালাউদ্দিন মনি, সুলতান আহমেদ বকু, রইস আহমেদ আবু প্রমুখ।
পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এর আগে একটি শোভাযাত্রা এলাকা ঘুরে আসে। এছাড়া দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
(ঢাকাটাইমস/৬মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন