শিবচরে ২৪টি ঘর আগুনে পুড়ে ছাই
মাদারীপুরের শিবচরে আগুনে বসতঘরসহ ২৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
শনিবার দুপুরে উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামে এ আগুনের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়রসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার শিবচর ইউনিয়নের উত্তর চরশ্যামাইল গ্রামের চাঁনমিয়া জমাদ্দারের বাড়িতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে চাঁনমিয়া জমাদ্দারের বসতঘরসহ দুটি ঘর, নান্নু জমাদ্দারের দুটি, টুকু জমাদ্দারের দুটি, মায়া বেগমের দুটি, আক্কাস জমাদ্দারের দুটি, সুমন জমাদ্দারের দুটি, কামাল জমাদ্দারের দুটি, জামাল জমাদ্দারের দুটি, ইমান জমাদ্দারের দুটি, সোহেল জমাদ্দারের দুটি, শাজাহান খলিফার দুটি , ইব্রাহিম খলিফার দুটি ঘরসহ ১২টি পরিবারের ২৪টি ঘর পুরোপুরি পুড়ে যায়।
খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। আগুনে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।
ঘটনার পরপরই শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মেয়র তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা করেছেন।
(ঢাকাটাইমস/০৬মে/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন