নাটোরে ১৫ পরিবারকে পুনর্বাসনের আশ্বাস ডিসির

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মে ২০১৭, ১৮:৩০

আদালতের রায়ে উচ্ছেদ হওয়া নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামের ১৫টি পরিবারকে অন্যত্র নতুন বাসস্থান নির্মাণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।

শনিবার দুপুরে জেলার পূর্ব মাধনগর গ্রামে নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে উচ্ছেদ হওয়া পরিবারদের সাথে কথা বলে নতুন বাসস্থান নির্মাণের এ আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন নাটোর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্থ) মনিরুজ্জামান ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মু রেজা হাসান প্রমূখ।

জেলা প্রশাসক শাহিনা খাতুন উচ্ছেদ হওয়া পরিবারের উদ্দেশে বলেন, ‘আদালতের দেয়া রায় আপনাদের মেনে নিয়ে এই জায়গা ছেড়ে দিতে হবে। আমরা অন্য জায়গায় আপনার নতুন বাসস্থান গড়ে তোলার সব ধরনের সহায়তা দেয়া হবে।’

জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশ আছে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। পরে জেলা প্রশাসক অন্যত্র খাস জায়গা খুঁজে বের করে সেখানে তাদের নতুন বাসস্থান নির্মাণের জন্য স্থানীয় উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন।

প্রসঙ্গত, ২ মে মঙ্গলবার দুপুরে স্থানীয় বজলুর রশিদের দায়ের করা মামলায় নাটোর সহকারী জজ আদালতের রায়ে আদিবাসী ১৫টি পরিবার উচ্ছেদ করে প্রশাসন।

(ঢাকাটাইমস/০৬মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :