টাঙ্গাইলে বিএনপির কর্মিসভায় হাতাহাতি

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মে ২০১৭, ১৯:০৪

টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত কর্মিসভার বাইরে ও ভেতরে নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে দেশের বর্তমান রাজনীতি, দলের অবস্থান ও দলের ঐক্যকে সুদৃঢ় করার লক্ষ্যে জেলা বিএনপি আয়োজিত কর্মিসভায় এই হাতাহাতির ঘটনা ঘটে। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিএনপির পুনর্গঠনের লক্ষ্য হিসেবে ৫১টি টিম দেশের ৭৫ টি সাংগঠনিক জেলায় সফর করছে। দলটি সংগঠিত করার এই প্রক্রিয়ায় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়ে যাচ্ছেন। এর আগে চট্টগ্রাম, ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজও বরিশালে কর্মিসভায় হাতাহাতির ঘটনা ঘটেছে।

কর্মিসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, ‘আন্দোলন সংগ্রাম করেই আগামীতে শেখ হাসিনার অবৈধ সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনার কাছে দেশ ও দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। একমাত্র দেশের শান্তি ও নিরাপত্তার প্রহরী বিএনপি ও বেগম খালেদা জিয়া।’

আমান বলেন, ‘সরকারের সবধরনের জুলুম-অত্যাচারের জবাব দিয়েই তারেক জিয়া দেশের মাটিতে ফিরে আসবেন।’ তাই তৃণমূল পর্যায়ে সবধরনের গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ হয়ে সরকারবিরোধী আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম স্বপনের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ও টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা প্রমুখ।

এছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৬মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :